টাঙ্গাইলের বাসাইলে খন্দকার শরিফুজ্জামান রঞ্জু হত্যা মামলায় তালেব খাঁকে (৬০) গ্রেপ্তার করেছে র্যাব। রবিবার (২৫ মে) ভোরে ময়মনসিংহের কোতোয়ালী উপজেলার চর গোবাদিয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তালেব বাসাইলের কাশিল পশ্চিমপাড়া গ্রামের মৃত সুমেজ খাঁ’র ছেলে।
রবিবার সন্ধ্যায় র্যাব ১৪-এর ৩নং কোম্পানি কমান্ডার মেজর কাওসার বাঁধন বিষয়টি নিশ্চিত করেছেন।








