টাঙ্গাইলের মধুপুর শালবনের শালগাছ ব্যবহার করে বাড়ি নির্মানের অভিযোগে উঠেছে। বনবিভাগ ও অসাধু ব্যক্তিরা যোগসাজশে রাতের আঁধারে বনের শালগাছ করে দিনের বেলায় ঘর নির্মান কাজে ব্যবহার করছে। মধুপুরের মির্জাবাড়ী ইউনিয়নে হাসিল গ্রামে শাল কাঠ ব্যবহারের সময় শালগাছ জব্দ করে থানায় নিয়ে এসেছে পুলিশ। এই ঘটনায় এলাকায় ব্যপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানা যায়, বর্তমান অন্তর্বর্তী সরকার মধুপুরের শালবন পুনরুদ্ধারের জন্য পদক্ষেপ নিয়েছে। এমন সময়েও বনবিভাগের অসাধু ব্যক্তিরা মোটা অংকের টাকার বিনিময়ে শালগাছ বিক্রি ও পাচারে সহযোগিতা করছে। মধুপুর বন থেকে পাচার হওয়া অর্ধশতাধিক বিশালাকারের শালগাছ উদ্ধার করেছে মধুপুর থানা পুলিশ। ওই শালগাছ গুলো মধুপুর বন থেকে কেটে এনে মির্জাবাড়ী ইউনিয়নের হাসিল গ্রামের জহুর আলীর ছেলে মিনহাজ উদ্দিনের বাড়ির পাইলিং করার সময় সেগুলো জব্দ করা হয়।

খোঁজ নিয়ে যানা যায়, মিনহাজ উদ্দিন বাড়ি নির্মানের জন্য ময়েন উদ্দিন নামের এক ঠিকাদারকে এক লাখ ৬০ হাজার টাকার বিনিময়ে পাইলিং করার চুক্তি দেয়। সেই চুক্তি অনুসারে ময়েন উদ্দিন নিজেই তার লোকজন দিয়ে পাইলিং করার সময় পুলিশ শালগাছগুলো জব্দ করেছে।
এ ব্যাপারে মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এমরানুল কবির জানান, অবৈধভাবে বন থেকে কেটে আনা শাল গজারি ব্যবহার করে পাইলিং এর কাজ চলছিল। খবর পেয়ে মধুপুর থানা পুলিশ গিয়ে ওই কাঠ জব্দ করে থানায় নিয়ে আসে।