বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশুবিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেছেন, দেশের মানুষ সরকার নির্বাচিত করতে অধীর আগ্রহে অপেক্ষা করছে। কিন্তু দেশ যাতে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরতে না পারে, সে জন্য একটি চক্র নানা ধরনের ষড়যন্ত্র করছে। কিন্তু কোনো ষড়যন্ত্র গণতন্ত্রের পথে বাধা হতে পারবে না। দেশের মানুষ তা হতে দেবে না।
বুধবার (২ জুলাই) বিকেলে টাঙ্গাইলের মির্জাপুরের বহুরিয়া ইউনিয়নের চান্দুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বহুরিয়া ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়।
বহুরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব হোসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ডিগ্রির সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাড. আব্দুর রউফ, সাধারণ সম্পাদক খন্দকার সালাহ উদ্দিন আরিফ, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল কাদের সিকদার, উপজেলা বিএনপির সহ-সভাপতি ডি এম শওকত আকবর, মো. জুলহাস মিয়া, সিনিয়র যুগ্ম-সম্পাদক খন্দকার আনোয়ার পারভেজ শাহাআলম, যুগ্ম-সম্পাদক আলতাফ মিয়া ও আজাহারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ডি এম শফিকুল ইসলাম ফরিদ, মো. আলম মৃধা প্রমুখ।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেন, ষড়যন্ত্র মোকাবিলায় দলের সকল স্তরের নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে তারেক রহমান নির্দেশ দিয়েছেন।
সভায় ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রতিযোগিতামূলক হোক-এটাই চায় বিএনপি। সব রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিক- বিএনপি চায়। কেবল আমরাই নির্বাচন করব, আর অন্য কেউ অংশ নেবে না এমন নির্বাচন আমরা চাই না।
আবুল কালাম আজাদ সিদ্দিকী আরো বলেন, বিএনপি চেয়েছিল নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন। কিন্তু আওয়ামী লীগ সবসময় নিজেদের মধ্যে ভোট দিয়ে ক্ষমতা কুক্ষিগত করে রেখেছিল। বিএনপি বিশ্বাস করে, ক্ষমতার উৎস দেশের জনগণ। জনগণ তাদের পবিত্র ভোট প্রদানের মাধ্যমে পছন্দের প্রার্থীকে নির্বাচিত করবে।