মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ০৯:১৯ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুর সাবরেজিস্ট্রার অফিসে ঘুষ লেনদেনের প্রমাণ পেয়েছে দুদক!!! টাংগাইল-১ আসনে বিএনপির প্রার্থী একাধিক, চমক দেখাতে চায় জামায়াত মধুপুরে মনোনয়নপ্রত্যাশী লেফটেন্যান্ট কর্নেল (অব.) আসাদুল ইসলাম আজাদ দীর্ঘদিন ধরে মাঠঘাট, পাড়া-মহল্লা চষে বেড়াচ্ছেন টাংগাইলের পাহাড়ি অঞ্চলে বাড়ছে হলুদের আবাদ মধুপুরে ভিক্ষুক পুনর্বাসনে উপহার সামগ্রী তুলে দিয়েছেন জেলা প্রশাসক মধুপুরের পাহাড়ীয়া গড়াঞ্চলে নতুন ধরনের আদা চাষে কৃষকরা আনন্দে চাপড়ী ও গারো বাজারে হোটেলে মোবাইল কোর্ট, ২৩ হাজার টাকা জরিমানা মধুপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা অপরুপ সৌন্দর্যে ভরপুর মধুপুর মধুপুরে করাতকলে মোবাইল কোর্ট, জরিমানা ৪০ হাজার

সখীপুরে গণমিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ৫৫ বার পড়া হয়েছে

২৪-এর গণঅভ্যুত্থানের ১ম বর্ষপূর্তি উপলক্ষে টাঙ্গাইলের সখীপুরে গণমিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

সোমবার (১১ আগস্ট) বিকেলে এ কর্মসূচি পালিত হয়।

বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার তালতলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য মিছিল বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন তারা। মিছিল শেষে তালতলা চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা আমির অধ্যাপক আলামিনের সভাপতিত্বে ও সেক্রেটারি জেনারেল মনিরুজ্জামানের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন দলীয় মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক শফিকুল ইসলাম খান।

সমাবেশে বক্তারা বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়। জনগণের ভোটাধিকার, মৌলিক অধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য এই আন্দোলন হয়েছিল। সেই আন্দোলনের ধারাবাহিকতায় জনগণ আজও ন্যায়ভিত্তিক সমাজ ও সুশাসন প্রতিষ্ঠার সংগ্রাম চালিয়ে যাচ্ছে। তারা বলেন, গণতন্ত্র, স্বাধীন বিচারব্যবস্থা ও স্বচ্ছ নির্বাচন ছাড়া দেশের মানুষের মুক্তি সম্ভব নয়।

বক্তারা আরো বলেন, অন্যায়-অবিচার, দুর্নীতি, দমন-নিপীড়ন এবং স্বৈরতন্ত্রের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন চালিয়ে যেতে হবে। তারা দেশে ইসলামি মূল্যবোধভিত্তিক ন্যায়সংগত সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠায় সর্বস্তরের জনগণকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102