‘বিশ্বকে বদলে দিতে, বিকশিত হই আনন্দের সঙ্গে’ স্লোগানে টাঙ্গাইলে প্রান্তিক জনগোষ্ঠীর শিশুদের স্কুলমুখী করতে ও ঝড়ে পড়া রোধে আনন্দমুখর শিক্ষা নিশ্চিতে ১২টি উপজেলার ১৬০টি প্রাথমিক বিদ্যালয়ে প্লে-গ্রাউন্ড স্থাপন করা হচ্ছে। মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে টাঙ্গাইল সদর উপজেলার খাগজানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক শরীফা হক।
বিদ্যালয়ের কোমলমতি ছাত্র-ছাত্রীরা অনুভূতি ব্যক্ত করে জানায়, আগে তারা মাঠে খেলত। এখন অনেক নতুন নতুন খেলাধুলায় অংশ নিতে পারবে।
শিক্ষকরা জানান, প্লে-গ্রাউন্ড স্থাপনের ফলে শিক্ষার্থীমুখী হওয়ার আগ্রহ বেড়ে যাবে। আগে অনেক শিশুই পড়াশোনায় আগ্রহ হারিয়ে ফেলত। কিন্তু খেলার সুযোগ থাকলে তারা আনন্দের সঙ্গে বিদ্যালয়ে সময় কাটাতে পারবে।
অভিভাবকরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে জানান, তাদের সন্তানরা এখন শুধু বই নয়, খেলাধুলার মাধ্যমে মন খুলে শেখার সুযোগ পাচ্ছে- এটাই সবচেয়ে বড় প্রাপ্তি।
এতে শিশুরা আনন্দের মধ্য দিয়ে শিক্ষাগ্রহণের সুযোগ পাবে।
অনুষ্ঠানে টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক সঞ্জয় কুমার মহন্ত, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রনি, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাড. জাফর আহমেদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জেলা প্রশাসনের পক্ষ থেকে মূলত শিশুদের শারীরিক, মানসিক ও সামাজিক সর্বোচ্চ বিকাশ নিশ্চিত করতে এবং স্কুল থেকে ঝড়ে পড়া রোধ করতে প্রান্তিক জনগোষ্ঠীর ১৬০টি প্রাথমিক বিদ্যালয়ে এই প্লে-গ্রাউন্ড স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে তারা যেন সবসময় নিজের দেশকে হৃদয়ে লালন করে এবং দেশকে ভালোবাসতে শিখে, সেজন্য প্লে-গ্রাউন্ডের পাশাপাশি বাংলাদেশের মানচিত্রের ম্যুরাল স্থাপনেরও উদ্যোগ নেওয়া হয়েছে।