মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ০৪:০৭ অপরাহ্ন

শিরোনাম :
আসছে সবুজ খানের প্রথম চলচিত্র “বেহুলা দরদী” মধুপুরে ভয়াবহ ত্রিমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই দু’জন নিহত মধুপুর চাপড়ী বহুমুখী গণ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক ও সুধী সমাবেশ মধুপুরে সেনাবাহিনীকে কটাক্ষ করে বক্তব্য দেয়ার অভিযোগ উপজেলা বিএনপি সভাপতির বিরুদ্ধে মধুপুরে জাতীয়  বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন মধুপুর সাবরেজিস্ট্রার অফিসে ঘুষ লেনদেনের প্রমাণ পেয়েছে দুদক!!! টাংগাইল-১ আসনে বিএনপির প্রার্থী একাধিক, চমক দেখাতে চায় জামায়াত মধুপুরে মনোনয়নপ্রত্যাশী লেফটেন্যান্ট কর্নেল (অব.) আসাদুল ইসলাম আজাদ দীর্ঘদিন ধরে মাঠঘাট, পাড়া-মহল্লা চষে বেড়াচ্ছেন টাংগাইলের পাহাড়ি অঞ্চলে বাড়ছে হলুদের আবাদ মধুপুরে ভিক্ষুক পুনর্বাসনে উপহার সামগ্রী তুলে দিয়েছেন জেলা প্রশাসক

মাভিপ্রবিতে ভেটেরিনারি শিক্ষার্থীদের সেশনজট নিরসনের দাবিতে আমরণ অনশন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ৬ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) ভেটেরিনারি মেডিসিন অ্যান্ড এনিম্যাল সায়েন্স অনুষদের শিক্ষার্থীরা সেশনজট নিরসনের দাবিতে আমরণ অনশনে বসেছেন। তাদের দাবি, অধ্যাদেশ জারি করে সেমিস্টারের মেয়াদ সর্বোচ্চ ৪ মাস নির্ধারণ করতে হবে।

শনিবার (২৫ অক্টোবর) সকাল ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অনশন কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। এ সময় তারা বিভিন্ন প্ল্যাকার্ডে লেখেন— ‘মোদের দাবি একটাই, ৪ মাসে সেমিস্টার চাই’, ‘ডিগ্রি নিতে দশ বছর, চাকরি নেব কোন বছর’, ‘এক দফা এক দাবি, ৪ মাসে সেমিস্টার দিবি’, ‘সেশনজটে পুড়ছে প্রাণ, এবার চাই সমাধান’ ইত্যাদি।

দুপুরে ভাইস চ্যান্সেলরের সঙ্গে বৈঠক শেষে বিকেল ৪টা থেকে তারা আমরণ অনশনে বসেন।

ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থী নাঈম মিয়া বলেন, ‘সেশনজট নিরসনে সেমিস্টারের সময়কাল ৪ মাসে করার জন্য আমরা গত ১২ অক্টোবর মাননীয় ভাইস-চ্যান্সেলর বরাবর স্মারকলিপি জমা দিয়েছিলাম। পরে একটি ভিডিও বার্তার মাধ্যমে জানাই, ২৪ তারিখের মধ্যে দাবি পূরণ না হলে ২৫ তারিখ থেকে কঠোর আন্দোলন শুরু করব। দুপুরে ভিসি স্যারের সঙ্গে বৈঠকেও দাবি না মানায় আমরা আমরণ অনশনে বসেছি।

এ বিষয়ে ভেটেরিনারি অনুষদের ডিন ও বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. আনোয়ারুল আজীম আখন্দ বলেন, ‘আমরা তাদের দাবির প্রতি যথেষ্ট নমনীয় অবস্থান নিয়েছি। প্রায় দুই ঘণ্টা তাদের সঙ্গে আলোচনা করেছি এবং বিষয়টি বোঝানোর চেষ্টা করেছি। আমরা ভাবতেও পারিনি তারা অনশনে বসবে। তবে বিশ্ববিদ্যালয়ের যেকোনো সিদ্ধান্ত আইন মেনে নিতে হয়, তাই আমরা আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করছি।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102