দীর্ঘদিন ধরে টাঙ্গাইলের সন্তোষ-টাঙ্গাইল সড়কের বেহাল অবস্থার কারণে চরম ভোগান্তিতে পড়েছেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) শিক্ষার্থীসহ স্থানীয় সাধারণ মানুষ।
স্থানীয় সূত্রে জানা যায়, সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত, খাল ও জমে থাকা পানির কারণে প্রতিদিনই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। কিছুদিন আগে এ সড়কে একটি বড় দুর্ঘটনা ঘটে, যাতে একাধিক ব্যক্তি আহত হন।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়ক ও জনপথ বিভাগ (সওজ) সড়কটি সংস্কারের কোনো উদ্যোগ নেয়নি। ফলে সড়কটি এখন প্রায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।








