ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুছাব্বিরকে গুলি করে হত্যার প্রতিবাদে এবং খুনিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) দুপুরে জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনে দলীয় প্রার্থী সুলতান সালাহউদ্দিন টুকু।
বিক্ষোভ মিছিলটি শহরের শহীদ মিনার থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুরাতন বাসস্ট্যান্ডের হবিবুর রহমান প্লাজার সামনে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।








