মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন

টাঙ্গাইল-২ আসনে প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন শাকিল উজ্জামান

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ৫১ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসন থেকে প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন গণঅধিকার পরিষদের নেতা শাকিল উজ্জামান। সোমবার রাত ১১টা ৫০ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এ সিদ্ধান্তের কথা জানান। ফেসবুক পোস্টে শাকিল উজ্জামান বলেন, ‘গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বিএনপি’র সঙ্গে আসন সমঝোতার সিদ্ধান্ত এবং দলীয় নেতাকর্মীদের ধানের শীষে ভোট দেয়ার আহ্বান জানানোয় দলীয় প্রার্থীদের স্বতন্ত্র নির্বাচনী লড়াই কার্যত প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে। দল এককভাবে নির্বাচনে অংশগ্রহণ করলে প্রার্থীদের স্বতঃস্ফূর্তভাবে মাঠে থাকার সুযোগ থাকতো। এ পরিস্থিতিতে নির্বাচন চালিয়ে যাওয়াকে নীতিগতভাবে অসঙ্গত মনে করে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে উল্লেখ করেন। দীর্ঘদিন ধরে যারা তার পাশে ছিলেন, মনোনয়ন প্রক্রিয়া থেকে শুরু করে মাঠপর্যায়ের প্রচারণায় যারা শ্রম দিয়েছেন, সাহস ও শক্তি জুগিয়েছেন- তাদের সকলের প্রতি তিনি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। শাকিল উজ্জামান তার পোস্টে লেখেন, তিনি সংসদ সদস্য প্রার্থী হিসেবে নয়, বরং এলাকার সন্তান, ভাই ও সহযোদ্ধা হিসেবে জনগণের সুখ-দুঃখে পাশে থাকবেন।

ভবিষ্যত রাজনৈতিক পথচলায় নীতিহীনতা ও রাজনৈতিক অপসংস্কৃতি থেকে দূরে থাকার জন্য সবার দোয়া কামনা করেন। শাকিল উজ্জামান মুঠোফানে বিষয়টি নিশ্চিত করে বলেন, আমি সত্যিই প্রার্থিতা প্রত্যাহার করেছি। এই মর্মে সজ্ঞানে নিজের ফেসবুক পেজে একটি পোস্ট করি।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102