মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন

টাঙ্গাইল-৮ আসনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে স্বতন্ত্র প্রার্থীকে নোটিশ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে

টাঙ্গাইল-৮ (বাসাইল-সখিপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর রাসেলকে রাজনৈতিক দল ও প্রার্থী আচরণ বিধিমালা-২০২৫ এর বিধান লঙ্ঘনের বিষয়ে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। রোববার এ আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির সিভিল জজ আশরাফুল আলম স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে তাকে এই নোটিশ প্রদান করা হয়।

নোটিশে উল্লেখ করা হয়, ৫ এবং ৭ই জানুয়ারি সালাউদ্দিন আলমগীর রাসেল তার নিজ বাসভবনে লোকজন নিয়ে মিটিং, সমাবেশ ও আপ্যায়নের আয়োজন করেছেন মর্মে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে অভিযোগ দাখিল করা হয়। কর্তৃপক্ষ অভিযোগের সত্যতা পেয়ে এর ব্যাখ্যা চেয়ে ২২শে জানুয়ারি বিকাল ৩টায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনে দেলদুয়ার সিভিল জজ আদালতে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ দেয়া হয়। এ ঘটনায় এলাকায় ভোটারদের মাঝে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102