ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে প্রায় ৫৯ লাখ টাকা মূল্যের পামওয়েল ভর্তি একটি ট্রাক ডাকাতির ঘটনায় জড়িত দুইজনকে গ্রেপ্তার করেছে টাঙ্গাইল জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে লুণ্ঠিত তেল, ট্রাক এবং ডাকাতিতে ব্যবহৃত র্যাবের পোশাক ও ওয়াকি-টকি সরঞ্জাম উদ্ধার করা হয়।
বুধবার (২৫ জুন) সকালে টাঙ্গাইল পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মিজানুর রহমান এ তথ্য জানান।
গ্রেপ্তারকৃতরা হলেন—নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকার রুবেল (৩১) এবং ফেনীর ফুলগাজী উপজেলার মাইনুদ্দিন বাবু (৩৮)।








