বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু বলেছেন, ‘আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র শেষ হয়নি। এখনো ষড়যন্ত্র চলছে। আমাদের সতর্ক থাকতে হবে। দেশ ও জনগণের বিরুদ্ধে চক্রান্ত কিন্তু থেমে নেই।
বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু বলেছেন, ‘আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র শেষ হয়নি। এখনো ষড়যন্ত্র চলছে। আমাদের সতর্ক থাকতে হবে। দেশ ও জনগণের বিরুদ্ধে চক্রান্ত কিন্তু থেমে নেই।
১৯৯১ সালে মানুষ মনে করেছিল বিএনপি ক্ষমতায় যাবে না, আওয়ামী লীগ ক্ষমতায় যাবে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ‘কিন্তু এ দেশের মানুষ জিয়ার আদর্শকে ধারণ করেছিল বলেই বিএনপি ক্ষমতায় এসেছিল এবং বেগম জিয়াকে প্রধানমন্ত্রী বানিয়েছিল। বেগম জিয়া চেষ্টা করেছিলেন জিয়ার আদর্শে দেশকে পরিচালনা করতে। কিন্তু চক্রান্ত করে বেগম জিয়াকে বারবার ক্ষমতাচ্যুত করা হয়েছে এবং তাকে মিথ্যা মামলা দিয়ে বিনা বিচারে কারাবদ্ধ করে রেখেছেন। জেলের বাইরে থেকে তাকে রাজনীতি করতে দেয়নি। অত্যাচার ও নির্যাতনের মধ্যে দিয়ে তার করুণ অবস্থা তৈরি করেছিল।’
সংবর্ধনা অনুষ্ঠানে টাঙ্গাইল ক্লাবের সাধারণ সম্পাদক কামরুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি হামিদুল হক মোহন, জেলা বিএনপির সাবেক সহসভাপতি আলী ইমাম তপন, সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানু, টাঙ্গাইল বার সমিতির সাবেক সভাপতি অ্যাড. শফিকুল ইসলাম রিপন প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইঞ্জিনিয়ার খন্দকার সাঈদ আল খালিদ সোপান। এ সময় টাঙ্গাইল ক্লাবের অন্যান্য সদস্য এবং বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।