টাঙ্গাইলের কালিহাতীতে অভিযান চালিয়ে প্রায় দুই লাখ টাকার নিষিদ্ধ চায়না ও কারেন্ট জাল জব্দের পর পুড়িয়ে ধ্বংস করেছে উপজেলা প্রশাসন।
সোমবার (২১ জুলাই) বিকেলে উপজেলার কোকডহরা ইউনিয়নের চারান বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খায়রুল ইসলাম। তিনি জানান, উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধ চায়না ও কারেন্ট জাল দিয়ে দেশীয় মাছের পোনা, মা মাছ এবং অন্যান্য ক্ষুদ্র জলজ প্রাণী নির্বিচারে ধ্বংস করা হচ্ছে—এমন সংবাদের ভিত্তিতে চারান বাজারের একটি গোডাউনে অভিযান চালানো হয়।