মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ০১:৩৯ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত, বাসে আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা মধুপুরে বাস নিয়স্ত্রন হারিয়ে পানিতে পড়ে এক শিশুর মৃত্যু প্রার্থী পরিবর্তনে মহাসড়ক অবরোধ করেন মোহাম্মদ আলীর কর্মী সমর্থকরা মধুপুরে আজাদ স্পোর্টিং ক্লাবের উদ্যোগে কম্পিউটার প্রশিক্ষণ মধুপুরে স্বপন ফকিরের মনোনয়ন বাতিলের দাবিতে মোহাম্মদ আলীর সমর্থকদের বিক্ষোভ মধুপুরে স্বতন্ত্র প্রার্থী কর্নেল আজাদের মতবিনিময় মধুপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন টাংগাইলের ৭ আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা মধুপুরে মৌসুমী বৃষ্টির প্রভাবে ধানের ব্যাপক ক্ষতি দুশ্চিন্তায় কৃষক!!! মধুপুরে মাইক্রোবাস চাপায় এক নারী নিহত

সব ষড়যন্ত্র নস্যাৎ করে নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে-আযম খান

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ৮৭ বার পড়া হয়েছে

বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও টাঙ্গাইল-৮ আসনে দলীয় প্রার্থী অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, ‘সব ষড়যন্ত্র নস্যাৎ করে নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে। সব রাজনৈতিক দল মাঠে নেমে গেছে, জনগণ নির্বাচনমুখী হয়েছে।’

রবিবার (৯ নভেম্বর) দুপুরে বাসাইল উপজেলা বিএনপির আয়োজনে বাসস্ট্যান্ড চত্বরে জাতীয় বিপ্লব ও গণসংহতি দিবস অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আহমেদ আযম খান বলেন, ‘সরকার নির্বাচনের জন্য অত্যন্ত সুদৃঢ় আছে।

তাই নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই। নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে। বাসাইল-সখিপুরসহ দেশবাসী ধানের শীষে ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে।’তিনি বলেন, ‘২৩৭টি আসনে বিএনপি প্রার্থী দিয়েছে।

এর বাইরে যে ৬৩টি আসন এখনো বাকি আছে। কিছু আসনে আমাদের প্রার্থী চূড়ান্ত পর্যায়ে। বেশ কিছু আসন তাদের জন্য, যারা আমাদের সঙ্গে রাজনীতিতে রাজপথে ছিলেন। সমমনা দলগুলোর সঙ্গে আলোচনা হচ্ছে, তাদের জন্য আমরা বরাদ্দ রাখব।
আমরা বলেছি, নির্বাচনে এবং নির্বাচন পরবর্তী সময়ে জাতীয় সরকার করব।’

বাসাইল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীরের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নূরনবী আবু হায়াত খান নবু, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম মিয়া, পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহীন ও সাধারণ সম্পাদক আবুল কালাম আযাদ পিন্টু প্রমুখ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102