বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও টাঙ্গাইল-৮ আসনে দলীয় প্রার্থী অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, ‘সব ষড়যন্ত্র নস্যাৎ করে নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে। সব রাজনৈতিক দল মাঠে নেমে গেছে, জনগণ নির্বাচনমুখী হয়েছে।’
রবিবার (৯ নভেম্বর) দুপুরে বাসাইল উপজেলা বিএনপির আয়োজনে বাসস্ট্যান্ড চত্বরে জাতীয় বিপ্লব ও গণসংহতি দিবস অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আহমেদ আযম খান বলেন, ‘সরকার নির্বাচনের জন্য অত্যন্ত সুদৃঢ় আছে।








