টাঙ্গাইলের মধুপুরে আত্মহত্যা জনিত লাশ হওয়ায় নির্ধারিত সামাজিক কবরস্থানে দাফন না করে বংশাই নদীর তলদেশে দাফন করা হয়েছে।
উপজেলার চাপড়ী বাজার সংলগ্ন কুড়ালিয়া ইউনিয়নের দড়িহাতীল গ্রামের মনসুর আলীর ছেলে রাসেল মিয়ার স্ত্রী সুমাইয়া খাতুন(১৭) গত শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা ৭ঘটিকার সময় আত্মহত্যা করেছে বলে স্বামীর বাড়ীর লোকজন জানালে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠায়। পোস্টমর্টেম শেষে লাশ স্বামী রাসেল মিয়ার বাড়ীতে নিয়ে আসলে এলাকার লোকজন ও বাবার বাড়ীর লোকজনদের সাথে কথাকাটাকটি হলে বাবার বাড়ীর লোকজন তাদের বাড়ীতে চলে যায়। পরে সমাজের লোকজন মৃতের লাশ আত্মহত্যা হওয়ায় তাদের সামাজিক কবরস্থানে দাফন করতে না দিলে স্বামীর পরিবার লাশটি চাপড়ী বাজার সংলগ্ন বংশাই নদীর তলদেশে দাফন করে।
এ বিষয়ে মধুপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ তালুকদার জানান, বিষয়টি অত্যন্ত নিন্দনীয় ও ঘৃণ্য। আমি এমন কাজের তীব্র নিন্দা জানাই। এ বিষয়ে ঐ সমাজবাসীর সচেতন হওয়া উচিৎ ছিল।