মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শনিবার, ১৮ মে ২০২৪, ১১:৫৬ অপরাহ্ন

First Online Newspaper in Madhupur

টাঙ্গাইলে লাইসেন্স না থাকায় ২টি ক্লিনিক সিলগালা ও মালিককে ৪৫ হাজার টাকা জরিমানা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৮১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলে লাইসেন্স না থাকায় ২টি ক্লিনিক সিলগালা ও মালিককে ৪৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে শহরের দেওলা ও সাবালিয়া এলাকায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসান বিন মোহাম্মদ আলীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

হাসান বিন মোহাম্মদ আলী জানান, কোনো বৈধ কাগজপত্র না থাকায় শহরের নতুন দেওলা এলাকার ফেয়ার হসপিটাল ও রেহানা মর্ডান হসপিটাল সিলগালা করা হয়। এছাড়াও ফেয়ার হসপিটালের তিন মালিককে ৫ হাজার টাকা করে ও রেহানা মর্ডান হসপিটাল মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

অভিযানকালে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শরিফুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2024 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
Verified by MonsterInsights