মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৭:০৮ পূর্বাহ্ন

মির্জাপুরে সিএনজি শ্রমিক অফিসের নেতৃত্ব কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ১০জন আহত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৮ জুলাই, ২০২৪
  • ৩৫০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৫ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার (৭ জুলাই) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার গোড়াই শিল্পাঞ্চল এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, টাঙ্গাইল জেলা অটো টেম্পু, অটো রিকশা, সিএনজি শ্রমিক অফিসের নেতৃত্ব দিতে এলাকার দুই গ্রুপের মধ্যে কয়েকদিন ধরে উত্তেজনা বিরাজ করছিল।

আহতরা হলেন, স্থানীয় এমপির একান্ত সহকারী মীর আসিফ অনিকের ভাই মীর রাহিম, মীর হাসিব রেজা (৩০), অভি সিদ্দিকী (৩৩), বাহার খান (৩০) ও নাজিম উদ্দিন (৩৫)।

তাদেরকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এই ঘটনায় টাঙ্গাইল জেলা অটো টেম্পু, অটো রিকশা, সিএনজি শ্রমিক ইউনিয়ন গোড়াই হাটুভাঙ্গা শাখার সাধারণ সম্পাদক মঞ্জুরুল হক প্রিন্স এবং মীর রাহিম মির্জাপুর থানায় পৃথক লিখিত অভিযোগ করেছেন।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

তদন্ত সাপেক্ষে আইনি পদক্ষেপ নেওয়া হবে। 

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102