মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন

দেলদুয়ারের আশরাফুল্লাহর দেখা হলো না নতুন বাংলাদেশ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৭ আগস্ট, ২০২৪
  • ২৮৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নতুন করে নিহতের তালিকায় নাম যোগ হলো, বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আহনাফ আবির আশরাফুল্লাহ (২৬)। গত সোমবার বিকেলে আশুলিয়া থানার বাইপাইল এলাকায় পুলিশের গুলিতে নিহত হন তিনি। আশরাফুল্লাহ দেলদুয়ার উপজেলার সদর ইউনিয়নের বারপাখিয়া গ্রামের হারুন অর রশিদের ছেলে। তিনি আশুলিয়ার মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী ছিলেন।

আশরাফুল্লাহ গুলিবিদ্ধ হওয়ার পরেই তিনি তার মোবাইল ফোন থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে সর্বশেষ স্ট্যাটাস দেন ‘দেশ স্বাধীন হওয়ার পরে পুলিশ আত্মসমর্পণের ঘোষণা দিয়েও আশুলিয়া থানার পুলিশ গুলি করছে।’

পারিবারিক সূত্রে জানা গেছে, নামাজে জানাজা শেষে তাকে বারপাখিয়া সামাজিক কবরস্থানে দাফন করা হয়। আশরাফুল্লাহর পরিবার ও জানাজায় অংশ নেয়া সাধারণ মানুষ এমন হত্যাকাণ্ডে জড়িতদের বিচার দাবি করেছেন।

এ দিকে তার মৃত্যুর খবরে এলাকায় শোক নেমে আসে। স্থানীয়রা বলছেন, নতুন বাংলাদেশ গড়তে আমাদের ছেলে জীবন দিলেও সেই নতুন বাংলাদেশ দেখা হলো না তার। আমরা তাকে নিয়ে গর্ব করি। তিনি দেলদুয়ার তথা সারা বাংলার গর্ব।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102