মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ১১:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম :
মধুপুরে গির্জায় চুরি: তালা ভেঙে মূল্যবান সামগ্রী লুট মধুপুরে ৫ম শ্রেণিতে পড়ুয়া মেয়েকে শ্লীলতাহানির চেষ্টা অভিযোগে সৎপিতার শাস্তির দাবিতে মানববন্ধন মধুপুরে স্বতন্ত্র প্রার্থী কর্নেল আজাদের মতবিনিময় মধুপুরে অ্যাড. মোহাম্মদ আলীর মোটরসাইকেল শোভাযাত্রা   মধুপুরে খাদ্য সংকটে গারো জনপদে বানরের উপদ্রব দিন দিন বাড়ছে মধুপুর ফল্টে ভূমিকম্পে কোটি মানুষের প্রাণহানির শঙ্কা মধুপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই আরোহীর মৃত্যু মধুপুরে এক প্রতারক গ্রেফতার টাংগাইলের ৪টি আসনে বিএনপির হ-য-ব-র-ল অবস্থা!!! মধুপুরে প্রাইভেট হাসপাতাল ক্লিনিক ডায়াগনস্টিক এসোসিয়েশনের মানববন্ধন

গোপালপুরে সেনাবাহিনীর সহায়তায় স্বাভাবিক পরিবেশ ফিরে আসছে

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
  • ২৫৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ সেনাবাহিনীর তৎপরতায় টাঙ্গাইলের গোপালপুরে স্বাভাবিক পরিবেশ ফিরে আসছে। স্থানীয় প্রশাসনকে সার্বিক সহযোগিতা করছেন বিএনপি, জামায়াত, বৈষম্যবিরোধী শিক্ষার্থী এবং স্কাউট সদস্যরা। সহিংসতারোধে সেনাবাহিনী রাজনৈতিক দলের নেতাদের সাথে একাধিকবার বৈঠক করেছেন। সংখ্যালঘুদের আস্থায় আনার চেষ্টা চলছে।

জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর একদল দুস্কৃতকারি কয়েক স্থানে হামলা চালিয়ে বেশ কিছু বাড়িঘর ভাংচুর, অগ্নিসংযোগ ও লুট করে। দুস্কৃতকারিরা দৈনিক যুগান্তরের গোপালপুর প্রতিনিধি সেলিম হোসেনের বাড়িতে দুই দফা হামলা চালিয়ে ভাংচুর ও লুট করে। ঘটনার পরপরই পরিবেশ নিয়ন্ত্রণে মাঠে নামে সেনাবাহিনী। তাদেরকে সহযোগিতা করেন উপজেলা বিএনপির সকল নেতৃবৃন্দ। সংখ্যালঘুদের আস্থায় আনার জন্য বিএনপি গত (৭ আগস্ট) কেন্দ্রীয় কালীমন্দিরের নাটঘরে সংখ্যালঘু নেতাদের সাথে বৈঠক করেন। বৈঠকে তাদের ধর্মীয় ও ব্যবসা প্রতিষ্ঠান এবং বাড়িঘর রক্ষার নিশ্চয়তা দেয়া হয়।

গত সোমবার (১২ আগস্ট) জামায়াতে ইসলামীর টাঙ্গাইল জেলা সম্পাদক হুমায়ুন কবীরের নেতৃত্বে কোনাবাড়ী কালী মন্দির প্রাঙ্গণে সংখ্যালঘু সম্প্রদায়ের সাথে এক বৈঠকে সকল প্রকার নিরাপত্তা প্রদানের প্রতিশ্রুতি দেয়া হয়। উপজেলা বিএনপির পক্ষ থেকে দুস্কৃতকারিদের হুশিয়ারী দিয়ে কয়েকস্থানে মাইকিং করা হয়। উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, সম্পাদক কাজী লিয়াকত, উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান উথান, সম্পাদক সাইফুল ইসলাম লেলিনসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য বিভিন্নস্থানে সভাসমাবেশ করেন।

গোপালপুর উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা সমরেন্দ্রনাথ সরকার বিমল জানান, সেনাবাহিনীসহ স্থানীয় প্রশাসন, বিএনপি ও জামায়াত ইসলামীর নেতৃবৃন্দ শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য মাঠে ময়দানে কাজ করছেন। সংখ্যালঘুদের মধ্যে ইতিমধ্যে আস্থা ফিরে এসেছে।

এদিকে বুধবার (১৪ আগস্ট) গোপালপুর উপজেলা রোবার স্কাউটরা পৌর শহরের ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করছেন। বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা শহর পরিস্কার পরিচ্ছনতা রাখা এবং নানা শ্লোগান সম্বলিত নান্দনিক দেয়াল লিখন অব্যাহত রেখেছেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102