 
																
								
                                    
									
                                 
							
							 
                    মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুরে সরকারি রাস্তায় বাঁশের বেড়া দিয়ে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে এলাকাবাসী। রোববার উপজেলার গোড়াই-সখীপুর সড়কের গোড়াই মঈননগর এলাকায় সৈয়দপুরসহ আশপাশের বাসিন্দারা এ মানববন্ধনের আয়োজন করেন। বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঘন্টাব্যাপি চলা মানবন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় বাসিন্দা আবুল কাশেম, আরিফ হোসেন, নুর মোহাম্মদ, আব্বাছ মিয়া, শাজাহান মিয়া, নজরুল ইসলাম, আব্দুল আলীম, সুফিয়া বেগম ও আনোয়ারা বেগম প্রমুখ।

সৈয়দপুর এলাকার মৃত আজম খানের ছেলে জিহক খান রুদ্র ও তার সহযোগিরা সরকারি রাস্তায় বেড়া দিয়ে জনগণের চলাচল বন্ধ করে দিয়েছেন বলে স্থানীয়রা অভিযোগ করেন।
ভুক্তভোগিরা অভিযোগ করেন, গোড়াই-সখীপুর সড়ক সংলগ্ন গোড়াই মঈননগর এলাকায় ২৬৪২ দাগে ২৪ শতাংশ সরকারি জমি রয়েছে। গত এক মাস আগে ওই রাস্তায় জিহক খান রুদ্র ও তার সহযোগিরা বাঁশের বেড়া দিয়ে তাদের চলাচল বন্ধ করে দেয়। এতে বিপাকে পরেছেন এলাকাবাসি। রোববার সরকারি জমি রক্ষা ও রাস্তা উদ্ধারে তারা মানববন্ধন করেন।

এ ব্যাপারে অভিযুক্ত জিহক খান রুদ্র বলেন, সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে মঈদনগর এলাকায় তাদের ক্রয়কৃত ৬৪ শতাংশ জমি রয়েছে। ভুলক্রমে হালে ওই জমির ২৪ শতাংশ সরকারের নামে রেকর্ডভুক্ত হয়েছে। যা সংশোধনের জন্য তিনি টাঙ্গাইল ভ‚মি জরিপ আদালতে মামলা করেছেন বলে জানান।
উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মাসুদুর রহমান বলেন, মঈননগর মৌজায় সরকারি ২৪ শতাংশ জমি রয়েছে। ওই জমিটিতে বর্তমানে আদালতের আদেশে স্থিতাবস্থায় রয়েছে। রাস্তায় বেড়া দেওয়া ঠিক হয়নি বলে তিনি জানিয়েছেন।