মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ০৩:৪৪ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম বাবলু আটক টাংগাইলে কাজ না বুঝে নিয়েই প্রায় ৫ কোটি টাকা অগ্রিম বিল প্রদান আসছে সবুজ খানের প্রথম চলচিত্র “বেহুলা দরদী” মধুপুরে ভয়াবহ ত্রিমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই দু’জন নিহত মধুপুর চাপড়ী বহুমুখী গণ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক ও সুধী সমাবেশ মধুপুরে সেনাবাহিনীকে কটাক্ষ করে বক্তব্য দেয়ার অভিযোগ উপজেলা বিএনপি সভাপতির বিরুদ্ধে মধুপুরে জাতীয়  বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন মধুপুর সাবরেজিস্ট্রার অফিসে ঘুষ লেনদেনের প্রমাণ পেয়েছে দুদক!!! টাংগাইল-১ আসনে বিএনপির প্রার্থী একাধিক, চমক দেখাতে চায় জামায়াত মধুপুরে মনোনয়নপ্রত্যাশী লেফটেন্যান্ট কর্নেল (অব.) আসাদুল ইসলাম আজাদ দীর্ঘদিন ধরে মাঠঘাট, পাড়া-মহল্লা চষে বেড়াচ্ছেন

মির্জাপুরে আওয়ামীলীগ কার্যালয়ে বনিক সমিতি

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ফতেপুর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয় হাটফতেপুর বাজার বণিক সমিতি দখল নিয়ে সাইনবোর্ড সাঁটিয়েছে। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর আওয়ামী লীগের কার্যালয়টিতে সাইনবোর্ড সাঁটানো হয়। শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে সরেজমিনে এর সত্যতা পাওয়া গেছে।

স্থানীয়রা জানায়, গত ১৩/১৪ বছর আগে তৎকালীন ফতেপুর ইউপি চেয়ারম্যান হুমায়ুন তালুকদার ফতেপুর বাজারে আওয়ামী লীগ কার্যালয় প্রতিষ্ঠা করেন।

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট সরকার পতন হয়। সরকার পতনের খবর ফতেপুর এলাকায় ছড়িয়ে পড়লে বিক্ষুব্দ আন্দোলকারীরা ফতেপুর ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে হামলা করে আসবাপত্র ভাঙচুর এবং কার্যালয়ের সামনে অগ্নিসংযোগ করে। এ সময় অফিসের ভেতরে থাকা শেখ মুজিবুর রহমান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ স্থানীয় সাবেক এমপি ও নেতাদের ছবি পুড়িয়ে দেয়। সরকার পতনের পর মামলায় আসামি এবং মামলার ভয়ে আত্মগোপনে চলে যায় ওই ইউনিয়ন আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
৫ আগস্ট এর পর আওয়ামী লীগ কার্যালয়টি হাট ফতেপুর বাজার বণিক সমিতি দখলে নিয়ে সাইনবোর্ড সাঁটিয়ে দেয়।ফতেপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও অপসারিত ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ এবং সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের সঙ্গে মোবাইল ফোনে বারবার যোগাযোগের চেষ্টা করেও সম্ভব হয়নি।

কার্যালয়ের প্রতিষ্ঠাতা ও ফতেপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হুমায়ুন তালুকদারের সঙ্গেও যোগাযোগের চেষ্টা করেও সম্ভব হয়নি।

হাট ফতেপুর বাজার বণিক সমিতির সভাপতি মো. আনছার সিকদারের সাথে কথা হলে তিনি বলেন, ৫ আগস্ট এর পর আওয়ামী লীগের নেতাকর্মীরা কার্যালয়ে আসে না।

ওই কার্যালয়ে বণিক সমিতির অফিস করা হয়েছে। আবার আওয়ামী লীগ আসলে তারা নিয়ে নিবে। ঝামেলার দরকার নেই।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102