মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ০৪:৩৯ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম বাবলু আটক টাংগাইলে কাজ না বুঝে নিয়েই প্রায় ৫ কোটি টাকা অগ্রিম বিল প্রদান আসছে সবুজ খানের প্রথম চলচিত্র “বেহুলা দরদী” মধুপুরে ভয়াবহ ত্রিমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই দু’জন নিহত মধুপুর চাপড়ী বহুমুখী গণ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক ও সুধী সমাবেশ মধুপুরে সেনাবাহিনীকে কটাক্ষ করে বক্তব্য দেয়ার অভিযোগ উপজেলা বিএনপি সভাপতির বিরুদ্ধে মধুপুরে জাতীয়  বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন মধুপুর সাবরেজিস্ট্রার অফিসে ঘুষ লেনদেনের প্রমাণ পেয়েছে দুদক!!! টাংগাইল-১ আসনে বিএনপির প্রার্থী একাধিক, চমক দেখাতে চায় জামায়াত মধুপুরে মনোনয়নপ্রত্যাশী লেফটেন্যান্ট কর্নেল (অব.) আসাদুল ইসলাম আজাদ দীর্ঘদিন ধরে মাঠঘাট, পাড়া-মহল্লা চষে বেড়াচ্ছেন

টাংগাইলে জুবায়েরপন্থী বলায় হামলায় সাংবাদিক আহত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলে সংবাদের লাইভ চলাকালে ‘জুবায়েরপন্থী’ শব্দ উচ্চারণ করায় এক সাংবাদিকদের ওপর হামলা চালানো অভিযোগ উঠেছে। তাকে উদ্ধারে অন্য সাংবাদিকরা এগিয়ে গেলে তাদের ওপরও হামলা চালানো হয়। এতে ছয় সাংবাদিক আহত হয়েছেন।

রবিবার (২২ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে টাঙ্গাইল জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘটনাটি ঘটে।

জানা গেছে, গত ১৮ ডিসেম্বর রাতে গাজীপুরের টঙ্গীর ইজতেমা ময়দানে হামলার ঘটনায় জড়িত সাদপন্থীদের বিরুদ্ধে মামলা ও বিভিন্ন মসজিদে তাদের কার্যক্রম বন্ধের দাবিতে টাঙ্গাইল জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দিতে যান জুবাায়েরপন্থীরা। এসময় জেলা প্রশাসক ও এসপির বিরুদ্ধে অসৎ আচরণের অভিযোগ তুলে অবস্থান কর্মসূচি পালন করেন জুবায়েরপন্থীরা। বিকেল ৩টার সংবাদে ডিবিসি নিউজে লাইভ চলাকালীন রিপাের্টার সোহেল তালুকদার ‘জুবায়েরপন্থী’ শব্দ উচ্চারণ করায় তার ওপর হামলা করে অনুসারীরা। এসময় সোহেল তালুকদারকে উদ্ধারে এগিয়ে গেলে তাদের ওপর হামলা করে জুবায়েরপন্থীরা।

হামলায় অন্য যারা আহত হয়েছেন তারা হলেন-ডিবিসি নিউজের ভিডিও জার্নালিস্ট আশিকুর রহমান, চ্যানেল ২৪ জেলা প্রতিনিধি মাসুদ রানা, চ্যানেল এস এর জেলা প্রতিনিধি অলক কুমার দাস ও বিডি নিউজের জেলা প্রতিনিধি মোল্লা তোফাজ্জলসহ ছয় সাংবাদিক।

আহত ডিবিসি নিউজের সাংবাদিক সোহেল তালুকদার বলেন, “লাইভে শুধু জুবায়েরপন্থী বলছি। এতে ক্ষিপ্ত হয়ে জুবায়েরপন্থীরা সাংবাদিকদের উপর হামলা করে।”

টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ বলেন, ‍“সাংবাদিকরা জুবায়েরপন্থীদের আমন্ত্রণে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়েছিলেন। সাংবাদিকদের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। হামলাকারীদের শাস্তি দাবি করছি।”

এ বিষয়ে জানতে টাঙ্গাইল সদর থানার ওসি তানভীর হোসেন ও পুলিশ সুপার (এসপি) সাইফুল ইসলাম সানতুর মোবাইলে একাধিকবার কল করা হলেও তারা ফোন রিসিভ করেননি। যে কারণে তাদের বক্তব্য পাওয়া যায়নি।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102