মাভাবিপ্রবিরিডার জোনের আয়োজনে ও দেশবন্ধু গ্রুপ এর সহযোগিতায় আত্মহত্যা প্রতিরোধ ও মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গবহঃধষ ঐবধষঃয অধিৎবহবংং ঞধষশ ভড়ৎ ঝঁরপরফব চৎবাবহঃরড়হ ্ জবপড়মহরঃরড়হ ঈবৎবসড়হু শীর্ষক এক সেমিনার গতকাল বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সেমিনার হলে অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ আনোয়ারুল আজীম আখন্দ। বিশেষ অতিথি ছিলেন শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মো. ফজলুল করিম এবং দেশবন্ধু ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের চিফ অপারেটিং অফিসার মো. ইদ্রিসুর রহমান। প্রধান আলোচক ছিলেন মনোরোগ বিশেষজ্ঞ প্রফেসর ড. মেজর আবদুল ওহাব (অব.)। প্রধান অতিথি বলেন, আজ আমাদের বিশ্ববিদ্যালয়ে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এই সচেতনতামূলক সেমিনারের আয়োজন করা হয়েছে। আত্মহত্যা একটি ভয়াবহ সামাজিক সমস্যা, যা শুধু একটি ব্যক্তির জীবনকেই নিভিয়ে দেয় না ্ত তার পরিবার, বন্ধুবান্ধব এবং পুরো সমাজকেই এক গভীর বেদনার সাগরে ভাসিয়ে দেয়। আমরা জানি, প্রত্যেক মানুষের জীবনেই কোনো না কোনো সময়ে হতাশা, দুশ্চিন্তা ও মানসিক চাপ আসে। তবে মনে রাখতে হবে, এই কঠিন সময়ও পার হয়ে যায়। জীবনের কোনো সমস্যাই আত্মহত্যার মাধ্যমে সমাধান হতে পারে না। তাই আমাদের দায়িত্ব ্ত পরিবার, বন্ধু, সহপাঠী ও সহকর্মীদের পাশে দাঁড়ানো। সহানুভূতি, সহযোগিতা এবং মানসিক স্বাস্থ্য সচেতনতা বাড়ানোর মাধ্যমে আমরা এই ভয়াবহ প্রবণতা প্রতিরোধ করতে পারি।
প্রধান আলোচক “সংকট মোকাবিলার কৌশল: মানসিক চাপে থাকা শিক্ষার্থীদের প্রতি কার্যকর সাড়া দেওয়ার পদ্ধতি” বিষয়ে আলোচনা করেন। তাছাড়া যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন সোচ্চার-টর্চার ওয়াচডগ বাংলাদেশের ট্রমা ম্যানেজমেন্ট এন্ড সাপোর্ট বিভাগের সুমাইয়া তামান্না “সহানুভূতিমূলক পরিবেশ গড়ে তোলা ও একটি নিরাপদ ক্যাম্পাস নির্মাণ” এবং সুমাইয়া তাসনিম “মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা এবং আত্মহত্যা প্রতিরোধে সতর্ক সংকেতগুলো শনাক্ত করা” শীর্ষক বিষয়ে আলোচনা করেন। সেমিনার সঞ্চালনা করেন রিডার জোন এর সাধারণ সম্পাদক রাহাদুল ইসলাম। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।