মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৩১ পূর্বাহ্ন

First Online Newspaper in Madhupur

বাড়িতেই করোনা রোগীর দেখাশোনা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২০
  • ৩২৫ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : করোনা এখন আর দূর দেশের কোনো রোগ নয়। প্রতিদিন হাজার মানুষ আক্রান্ত হচ্ছে এই মহামারি করোনা ভাইরাসে। ধীরে ধীরে এটি বেশ কাছেই চলে এসেছে বলা যায়। প্রায়ই শোনা যাচ্ছে পরিচিত কেউ আক্রান্ত হচ্ছে। এর মধ্যেই আবার খুলে যাচ্ছে সব কাজের জায়গাগুলো। চারদিকে বাড়বে মানুষের চলাফেরা। এই অবস্থায় করোনার প্রকোপ আরও বাড়তে পারে।

এমন কি ঘরের কেউ করোনা ভাইরাসে সংক্রমিত হলেও অবাক হওয়ার কিছু থাকবে না। কাছের কেউ যদি আক্রান্ত হয়েই যায়, এই অবস্থায় জানতে হবে কীভাবে বাড়িতেই দেখাশোনা করবেন করোনা ভাইরাসের রোগীর।

ভারতের মুম্বাই অ্যাপোলো হাসপাতালের  সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. লক্ষ্মণ জেসানি পরামর্শ দিলেন, হাসপাতালে না গিয়ে নিজে নিরাপদে থেকে কীভাবে ঘরেই রোগীর পরিচর্যা করতে হবে:

•    যদি কেউ অসুস্থতা বোধ করেন তাহলে রোগীর নিজের থেকেই সচেতন হতে হবে

•    পরিবারের সবাইকে নিরাপদে রাখতে সংক্ৰমিত রোগীকে একা বাথরুমসহ একটা ঘরে রাখতে হবে

•    রোগীর সঙ্গে কথা বলা বা তার দেখাশোনা করার সময় মাস্ক ও গ্লাভস পরতে হবে

•    খুব প্রয়োজন না হলে তার সঙ্গে এক মিটার দূরত্ব রেখে কাজগুলো করে দিন, যেমন ওধুষ বা খাবার খাওয়ানো

•    সংক্ৰমিত ব্যক্তির কাছে গেলে বারবার সাবান পানিতে হাত ধুতে হবে বা এলকোহল যুক্ত স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করতে হবে

•    বাচ্চাদের, বয়স্কদের আক্রান্ত রোগীর থেকে দূরে রাখুন

•    রোগীকে প্রচুর পরিমাণে পানি ও ফলের জুস, হালকা গরম স্যুপ ও আদা, গোলমরিচ, লবঙ্গ দিয়ে চা পান করতে দিন। মাছ, মুরগির মাংস, ফলসহ পুষ্টিকর খাবার খাওয়ান

•    শ্বাসকষ্ট থাকলে অবহেলা করবেন না। নিয়মিত ডাক্তার ও হাসপাতালের সঙ্গে যোগাযোগ রাখতে হবে

•    কোনো ব্যক্তির মধ্যে যদি রোগের লক্ষণ থাকে তাহলে তাকে চিকিৎসকের পরামর্শ নিয়ে ১৪ থেকে ১৭ দিন আইসোলেশানে থাকতে হবে।
•    এছাড়া যদি হালকা জ্বর হলে ১০ দিন নিজেকে আলাদা রাখুন।

আতঙ্কিত না হয়ে, মানসিক শক্তি ধরে রাখুন, নিয়ম মেনে চলুন। করোনা পরাজিত হোক, সচেতনতার কাছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2024 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
Verified by MonsterInsights