টাঙ্গাইলের মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় বীর মুক্তিযোদ্ধাসহ নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা হয়।
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মির্জাপুর উপজেলার শুভুল্লা এলাকায় সকালে অজ্ঞাতপরিচয় একটি পরিবহনের ধাক্কায় বীর মুক্তিযোদ্ধা সুলতান উদ্দিন নিহত হন।
ফতেপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা তাজ উদ্দিন বলেন, ‘বীর মুক্তিযোদ্ধা সুলতান উদ্দিন ফজরের নামাজ পড়ে হাঁটতে বের হয়েছিলেন। হাঁটাহাঁটির সময় অজ্ঞাত যানবাহন তাঁকে চাপা দিলে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’