মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ০৩:২২ পূর্বাহ্ন

শিরোনাম :

ঘাটাইলের কলা চাষি কৃষকদের মুখে দুশ্চিন্তার ভাঁজ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪
  • ২৯১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ এক বছর মেয়াদি ফসল কলা। বারো মাস লাভের আশায় কলাচাষ করেছিলেন টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার চাষিরা। সম্প্রতি হরতাল-অবরোধের কারণে কলার দাম তেমন না থাকায় দুশ্চিন্তার ভাঁজ পড়েছে তাদের চোখে মুখে।

উপজেলার এক-তৃতীয়াংশই পাহাড়ি অঞ্চল। চলতি মৌসুমে ১১৫০ হেক্টর জমিতে কলা চাষ হয়েছে। সাগরদীঘি, দেওপাড়া, ধলাপাড়া, লক্ষিন্দর, রসুলপুর, সন্ধানপুর ও সংগ্রামপুরের মাটি ও আবহাওয়া অনুকূলে থাকায় কলার বাম্পার ফলন হয়েছে। প্রথম দিকে ভালো দাম পেলেও কলার দাম কমে যাওয়ায় লোকসান গুনছেন চাষিরা।

সাগরদীঘি গ্রামের নাসির সিকদার জানান, সাগরদীঘি এলাকায় কলার ২০ জন বড় চাষি রয়েছেন। বেশির ভাগ চাষিই সাগর কলা চাষ করেন। এ বছর ৭৫ লাখ টাকা খরচ করে ৮৫ বিঘা জমিতে কলার আবাদ করেছেন। গত বছর যে কলার ছড়া প্রতি ৫২০ টাকায় বিক্রি করতাম তা এ বছর দাম যাচ্ছে ২৫০ টাকা। লাভ নয়, বরং ১৫ থেকে ২০ লাখ টাকা লোকসান হচ্ছে।

কৃষক আব্দুল কাদের জানান, মানুষের জন্য পুষ্টিকর খাদ্য কলা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে গবাদিপশুও। তিনি ১০১ বিঘা জমিতে কলার চাষ করেছেন। তার প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি হয়েছে।

কলা ব্যবসায়ী হারুন মিয়া বলেন, কলার বড় একটি চালান আমরা গার্মেন্টে দিতাম, কিন্তু এখন প্রায় সব গার্মেন্টেই টিফিন বন্ধ। তাই এখন আর তা হচ্ছে না। ঢাকার পাইকারি বাজারেও খুব একটা টান নেই। কলার দাম গত বছর এই দিনে যা ছিল, এ বছর তার অর্ধেকে নেমে এসেছে।’

উপজেলা কৃষি কর্মকর্তা দিলশাদ জাহান বলেন, বাজারনির্ভর করে সাধারণত মার্কেটিং পলিসির ওপর। কৃষক বাঁচানোর জন্য বাজার নিয়ন্ত্রণের প্রতি সরকারের সুদৃষ্টি কামনা করেন তিনি।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102