নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ভূঞাপুরে হাঁস-মুরগি খাওয়ায় একটি বিশাল আকৃতির বন বিড়ালকে পিটিয়ে হত্যা করা হয়েছে। খাবারের খোঁজে এ প্রাণীটি লোকালয়ে এসেছিল।
রোববার (১৪ জানুয়ারি) ভোরে উপজেলার বিরামদী গ্রামে এ ঘটনা ঘটে।
ওই সময় বন বিড়ালটিকে হত্যা করতে গিয়ে রবি তালুকদার নামে এক ব্যক্তি বন্যপ্রাণীটির আক্রমণে আহত হয়েছেন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন স্থানীয়রা।
বিরামদী গ্রামের মিজানুর রহমান বলেন, ‘বনবিড়ালটি একাধিক বাড়িতে বিভিন্ন সময়ে হাঁস-মুরগি শিকার করে আসছিল। রোববার ভোরে রবি তালুকদারের সাত থেকে আটটি হাঁস-মুরগি শিকার করতে গিয়ে এটি খোঁয়াড়ে আটকা পড়ে। পরে স্থানীয় লোকজন বিড়ালটিকে পিটিয়ে মেরে ফেলে।’
এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আবু তারেক জানান, ‘এ ব্যাপারে আমি কিছু জানি না। বন বিভাগের সঙ্গে যোগাযোগ করতে পারেন।’