নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে বাবা ও ছেলেসহ তিনজনের মৃত্যু হয়েছে।
এ দুর্ঘটনায় মৃত্যু হওয়াদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। তবে তারা হলেন নাটোরের রতন (২৭) ও তার ছেলে সানি (৬) এবং রাজশাহীর শরীফ।
জানা গেছে, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি বাস কালিহাতীর আনালিয়াবড়ি এলাকায় এসে বিকল হয়। পরে যাত্রীরা বাস থেকে নেমে রেল লাইন ধরে হাঁটাহাঁটি করার সময় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাদের। পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছার আগেই লাশ রেখেই বিকল হওযা বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) তৌয়েব আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।