নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে দৈনিক দেশ রূপান্তরের মির্জাপুর প্রতিনিধি শামসুল ইসলাম সহিদ সভাপতি এবং দৈনিক নয়া দিগন্তের মির্জাপুর প্রতিনিধি হারুন অর রশিদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় মির্জাপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় তারা আগামী এক বছরের জন্য নির্বাচিত হন। এর আগে সন্ধ্যা ৭টায় প্রেসক্লাব মিলনাতনে প্রেসক্লাবের সভাপতি শামসুল ইসলাম সহিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এসএম শিপনের পরিচালনায় সাধারণ সভায় বক্তব্য রাখেন মির্জাপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সালাহ উদ্দিন আহমেদ বাবর, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক উপজেলা কমান্ডার অধ্যাপক দূর্লভ বিশ্বাস, সাবেক সভাপতি কিসমত খোন্দকার, মো: জাহাঙ্গীর হোসেন, নিরঞ্জন পাল, আবুল কাশেম খান, সাবেক সাধারণ সম্পাদক শামীম আল মামুন, জহিরুল ইসলাম শেলী, এরশাদ মিঞা, আশরাফ উদ্দিন আহমেদ।
এ সময় আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মাসুদুর রহমান, মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রেজাউল করিম প্রমুখ।