মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০৯:৩০ অপরাহ্ন

First Online Newspaper in Madhupur

মির্জাপুরে হারল্যান স্টোর এর উদ্বোধন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১০ মার্চ, ২০২৪
  • ৫৩৭ বার পড়া হয়েছে

নিজ্সব প্রতিনিধিঃ চিত্রনায়িকা অপু বিশ্বাস ও চিত্রনায়ক মামনুন হাসান ইমন টাঙ্গাইলের মির্জাপুরে হারল্যান স্টোর এর উদ্বোধন করেছেন। তারা শনিবার (৯ মার্চ) বেলা সাড়ে ১২টায় মির্জাপুর উপজেলা সদরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের নীচ তলার একটি কক্ষে ফিতা কেটে হারল্যান স্টোরের উদ্বোধন করেন।

উদ্বোধনকালে চিত্রনায়িকা অপু বিশ্বাস বলেন, হারল্যান স্টোরে আন্তর্জাতিক মানের কসমেটিকস ও প্রসাধনী পণ্য পাওয়া যাবে। এজন্য দেশের সকল জেলা ও উপজেলা শহরে হারল্যান স্টোর স্থাপন করা হচ্ছে। কসমেটিকস ব্যবহারকারীদের কাছে অথেনটিক প্রোডাক্ট প্রাপ্তির জন্য এই স্টোর এখন নির্ভরতার প্রতীক। এসময় টাঙ্গাইলের গর্ব প্রয়াত নায়ক আসলাম তালুকদার মান্না’র ভূয়সী প্রশংসা করেন তিনি।

চিত্রনায়ক ইমন বলেন, ‘বাংলাদেশ চলচিত্রের সুপারস্টার সাকিব খান ও ক্রিকেটের নাম্বার ওয়ান সাকিব আল হাসান দু’জনে আজকে ঢাকাতে এই কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হয়েছেন।

মির্জাপুর হারল্যান স্টোরের পরিচালক শাহিন আলম জানান, মির্জাপুরের মানুষ ‘হারল্যান স্টোর’ থেকে মানসম্মত অথেনটিক কসমেটিকস পণ্য কিনতে পারবেন। এই স্টোরে থাকছে বিনামূল্যে স্কিন এনালাইজার মেশিন ব্যবহারের সুযোগ। যার মাধ্যমে ভোক্তারা নিজেদের ত্বকের জন্য কোন ধরনের কসমেটিকস প্রয়োজন তা নিশ্চিত করতে পারবেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©2024 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
Verified by MonsterInsights