নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের মধুপুরে ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস নানা কর্মসূচির মধ্যে দিয়ে উদযাপিত হয়েছে। উপজেলা প্রসাশনের আয়োজনে সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, র্যালী, আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। সকালে উপজেলা প্রসাশন,উপজেলা পরিষদ,স্বাস্থ্য কমপ্লেক্স, মধুপুর থানা,কৃষি বিভাগ, উপজেলা আওয়ামী, পৌরসভা, শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, আদর্শ মাদ্রাসা,মুক্তিযোদ্ধা সংসদসহ সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনায় মোনাজাত করা হয় । পরে একটি র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
পরে উপজেলা পরিষদ হল রুমে মধুপুর উপজেলা নির্বাহী অফিসার মো. জোবায়ের হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এত বক্তব্য রাখেন মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু, সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসাইন, মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা সাইদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইয়াকুব আলী, ভাইস চেয়ারম্যান যষ্ঠিনা নকরেক, সাবেক ভাইস চেয়ারম্যান ডা. মীর ফরহাদুল আলম মনি, মধুপুর থানা ওসি তদন্ত মুরাদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সভাপতি বজলুর রশিদ খান, শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিতাই চন্দ্র কর, মধুপুর প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান প্রমুখ।
আলোচনা সভায় বঙ্গবন্ধু জীবন, রাজনীতি, কর্ম, দেশপ্রেমসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারী,শিক্ষক শিক্ষার্থী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেনী পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।