নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের আয়োজনে মঙ্গলবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালিত হয়েছে। সকালে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জোয়াহেরুল ইসলামের নেতৃত্বে দলীয় কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহিদ স্মৃতি পৌরউদ্যানে গিয়ে শেষ হয়। পরে সেখানে আওয়ামী লীগের পক্ষ থেকে শহিদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা জানানো হয়। এতে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ছানোয়ার হোসেন, সংসদ সদস্য ছোট মনির, সংসদ সদস্য খান আহমেদ শুভ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খন্দকার আশরাফউজ্জামান স্মৃতি, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর প্রমুখ।