নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের মধুপুর উপজেলার পেশাদার গণমাধ্যম কর্মীদের প্রতিষ্ঠান মধুপুর প্রেসক্লাবের আয়োজনে গণমাধ্যমকর্মী ও উপজেলা প্রশাসনের কর্তা ব্যক্তিদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে দোয়া ও ইফতার মাহফিল। সোমবার (১ এপ্রিল) মধুপুর প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠান হয়।
এতে মধুপুর প্রেসক্লাব সভাপতি হাবিবুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জুবায়ের হোসেন। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশন (ভূমি) জাকির হোসাইন, অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা আজিজুর রহমান ।
এ সময় আরো উপস্থিত ছিলেন উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন, সহ-সভাপতি আনছার আলী, ক্লাবের সভাপতি অধ্যাপক আঃ আজিজ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল লতিফ, কোষাধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুন, সদস্য গোলাম সামদানী, মেহেদী হাসান বকুল, লিটন সরকার, এম এ রউফ, আনোয়ার সাদাৎ ইমরান, আলকামা শিকদার, নাছমুছ সাদাৎ নোমান, মেজবাহ উদ্দিন আহমেদ প্রমুখ।