মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৮:২৯ পূর্বাহ্ন

শিরোনাম :
মধুপুরে গির্জায় চুরি: তালা ভেঙে মূল্যবান সামগ্রী লুট মধুপুরে ৫ম শ্রেণিতে পড়ুয়া মেয়েকে শ্লীলতাহানির চেষ্টা অভিযোগে সৎপিতার শাস্তির দাবিতে মানববন্ধন মধুপুরে স্বতন্ত্র প্রার্থী কর্নেল আজাদের মতবিনিময় মধুপুরে অ্যাড. মোহাম্মদ আলীর মোটরসাইকেল শোভাযাত্রা   মধুপুরে খাদ্য সংকটে গারো জনপদে বানরের উপদ্রব দিন দিন বাড়ছে মধুপুর ফল্টে ভূমিকম্পে কোটি মানুষের প্রাণহানির শঙ্কা মধুপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই আরোহীর মৃত্যু মধুপুরে এক প্রতারক গ্রেফতার টাংগাইলের ৪টি আসনে বিএনপির হ-য-ব-র-ল অবস্থা!!! মধুপুরে প্রাইভেট হাসপাতাল ক্লিনিক ডায়াগনস্টিক এসোসিয়েশনের মানববন্ধন

আওয়ামী লীগ একটি দল ও সংগঠন, লতিফ সিদ্দিকী একা-ঠান্ডু

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪
  • ২৭৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের সংসদ সদস্য আবদুল লতিফ সিদ্দিকীর উদ্দেশ্যে কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার ঠান্ডু বলেছেন, আওয়ামী লীগ একটি দল ও সংগঠন, আপনি একা একজন ব্যক্তি। আপনি শেখ মুজিবের আওয়ামী লীগ, নৌকার বিরুদ্ধে কথা বলেন।

কালিহাতী উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে গত বুধবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় কালিহাতী পৌর আওয়ামী লীগ আয়োজিত মুজিবনগর দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, লতিফ ভাই আপনি বয়সে বড়, শ্রদ্ধা ততক্ষণ করবো যতক্ষণ অন্যকে সম্মান করবেন। মঙ্গলবার (১৬ এপ্রিল) খুবই আপত্তিকর কথা বলেছেন। আপনি আওয়ামী লীগের কিছুই না। আপনার কোনও অধিকার নাই আওয়ামী লীগকে ধমক দেয়ার। আওয়ামী লীগের বিরুদ্ধে, নৌকার বিরুদ্ধে বললে আওয়ামী লীগকে কটাক্ষ করলে নৌকার সমর্থক, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগকে নিয়ে বিরাট আন্দোলন করবো। নৌকা নিয়ে নির্বাচিত ইউপি চেয়ারম্যানদের বলেন তাঁরা নাকি ভোটে বিজয়ী হয়নি। এটি একটি দল আওয়ামী লীগ আর আপনি একক ব্যক্তি। বঙ্গবন্ধুর নৌকা, স্বাধীনতার নৌকাকে ট্রাকের সাথে তুলনা করেন। সুতরাং সাবধান করে দিলাম আপনি বয়সে বড়, সম্মান করি। সম্মানের জায়গায় থাকেন, চিৎকার করবেন না। আবার আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বললে বৃহৎ আন্দোলন করা হবে। ঢাকায় বিচারপতির বাসভবন আক্রমণে গ্রেপ্তার হওয়া কট্রর জামায়াত কর্মী ফারুকের মধ্যস্থতায় ডিও লেটার দেন। এটা কী ভাই, আপনি মুক্তিযুদ্ধের সংগঠক, মুক্তিযোদ্ধা। যদিও আপনার ভাই কাদের সিদ্দিকী বীর উত্তম বহুবার বলেছেন আপনি কোনও যুদ্ধ করেন নি। আমি নির্বাচনে হেরেছি, কিন্তু হারিয়ে যাইনি। আপনি আট বছর কোথায় ছিলেন, হারিয়ে ছিলেন।

এ সময় মোজহারুল ইসলাম তালুকদার ঠান্ডু দাবি করেন, ইউএনওকে আজ বলেছি আপনি কারো পিএস নন, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সে হিসেবেই পথ চলবেন। চেয়ারম্যানরাও উপজেলা পরিষদ সদস্য। আপনি কী করলেন, ওনি ধমক দেয়। বুধবার আপনি আমাকে ডেকেছেন, আপনি কি ভূমিকা পালন করেছেন। ইউএনও দুঃখ প্রকাশ করলো।

কালিহাতী পৌর আওয়ামী লীগ সভাপতি আব্দুল মালেক তালুকদারের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মোল্লা, সহ-সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক ও কালিহাতী পৌরসভার মেয়র নুরুন্নবী সরকার, সহ-সভাপতি ও নারান্দিয়া ইউপি চেয়ারম্যান মাসুদ তালুকদার, মহিলা বিষয়ক সম্পাদক ফাতেমা খাতুন বৃষ্টি, সদস্য ও নাগবাড়ি ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আবদুল কাইয়ুম বিপ্লব, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক নাহিদুল ইসলাম সিদ্দিকী পলাশ, কালিহাতী পৌর ছাত্রলীগের সাবেক আহ্বায়ক আল হাদী নিশাত ও কালিহাতী কলেজ ছাত্রলীগের সাবেক আহ্বায়ক নাইমুর রহমান দুর্জয় প্রমুখ।

আলোচনা সভাটি সঞ্চালনা করেন কালিহাতী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন। আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও বিভিন্ন ইউপি চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102