মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৩ পূর্বাহ্ন

মির্জাপুরে বালু তোলার অভিযোগে খনন যন্ত্র ধ্বংস

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪
  • ২০৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুরে নদী থেকে অবৈধভাবে বালু তোলার অভিযোগে চারটি খনন যন্ত্র ধ্বংস করেছেন ভ্রাম্যমান আদালত।

সোমবার (২২ এপ্রিল) দুপুরে ভ্রাম্যমান আদালতের বিচারক মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ নুরুল আলম যন্ত্রগুলো ধ্বংস করেন।

এলাকাবাসী ও ইউএনওর কার্যালয় সূত্র মতে, উপজেলার ফতেপুর ইউনিয়নের এক টাকার বাজার ও থলপাড়া এলাকায় ঝিনাই নদ থেকে ফতেপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ, মহেড়া ইউনিয়ন যুবলীগের সদস্য হিলড়া গ্রামের শামীম খান, মাটি ব্যবসায়ী ইব্রাহিম মিয়া, বহুরিয়া গ্রামের মেছের আলী ও থলপাড়া গ্রামের সজল মিয়াসহ কয়েকজন খননযন্ত্র দিয়ে বালু তুলে তা অন্যত্র বিক্রি করছিলেন। খবর পেয়ে ইউএনও সেখানে যান। এদিকে ঘটনাস্থলে ইউএনও যাওয়ার খবরে খননযন্ত্রে থাকা লোকজন পালিয়ে যান। এ সময় তিনি এক টাকার বাজার এলাকার তিনটি ও থলপাড়া এলাকায় একটি খনন যন্ত্র ভেঙে ফেলেন। একই সঙ্গে যন্ত্রের ভেতর বালু দিয়ে ধ্বংস করেন।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মাসুদুর রহমান জানান, এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102