নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের গোপালপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মরিয়ম আক্তার মুক্তা ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুক্রবার (২৬ এপ্রিল) দুপুরে নির্বাচনী প্রচারনাকালে হঠাৎ অসুস্থ হয়ে পরলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
শুক্রবার (২৬ এপ্রিল) বাদ আসর গোপালপুর আলিয়া মাদ্রাসা মাঠে মরহুমার ১ম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। সংসদ সদস্য ছোট মনির, উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সর্বস্তরের লোকজন জানাজার নামাজে অংশ নেন। পরে তার স্বামীর বাড়ি হাজরাবাড়ি এলাকায় ২য় জানাজার নামাজ শেষে স্থানীয় সামাজি কবরস্থানে মরহুমার মরদেহ দাফন করা হয়।