মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৬:৩২ পূর্বাহ্ন

মির্জাপুরে জেল-জরিমানা করেও থামানো যাচ্ছে না মাটি কাটা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪
  • ২৩৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুরে জেল-জরিমানা করেও থামানো যাচ্ছে না টিলার লাল মাটি কাটা। শুধু টিলার লাল মাটিই নয়, আবাদি জমি ও নদী এবং নদীর পার থেকে ভেকু মেশিন দিয়ে মাটি কাটা হচ্ছে। শতাধিক ভেকু মেশিন দিয়ে দিনরাতে উপজেলার পাহাড়ি এলাকার টিলাসহ বিভিন্ন এলাকায় এই মাটি কাটা হচ্ছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে গ্রামের পাকা রাস্তা।

পাশাপাশি আশপাশের বাড়িঘর ও আবাদি জমি ধুলায় ঢেকে যাচ্ছে।

জানা গেছে, গত বছরের নভেম্বর মাস থেকে এই উপজেলার একটি পৌরসভা এবং ১৪টি ইউনিয়নের বিভিন্ন স্থানে আবাদি জমি, নদী ও নদীর পার এবং পাহাড়ি এলাকার টিলাসহ শতাধিক স্থানে ভেকু মেশিন দিয়ে মাটি কাটার প্রতিযোগিতা শুরু হয়। প্রতিটি ভেকুতে ৮ থেকে ১০টি ভারী ডাম্প ট্রাক মাটি পরিবহন করে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে গ্রামের পাকা রাস্তা ও কয়েকটি সেতু।

স্থানীয়রা জানায়, ২৪ ঘণ্টা ঝুকিপূর্ণ চানপুর সেতুর ওপর দিয়ে মাটিভর্তি ডাম্প ট্রাক চলাচল করছে। সন্ধ্যার পর ডাম্প ট্রাকের সিরিয়াল পড়ে। মাটিভর্তি ট্রাক চলাচল করলে সেতুটি কাঁপতে থাকে। তা ছাড়া ধুলায় আশপাশের বাড়িঘর ও আবাদি জমি ঢেকে যাচ্ছে।

মাটি ব্যবসায়ীদের ভয়ে স্থানীয়রা প্রতিবাদ করতে পারে না।

মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদুর রহমান জানান, গত জানুয়ারি থেকে ২৫ এপ্রিল পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে ৪৪ লাখ ৩৭ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ ছাড়া অবৈধভাবে মাটি কাটার অপরাধে ৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102