নিজস্ব প্রতিনিধিঃ মধুপুরে সনাক-টিআইবি’র স্বাস্থ্য সেবার মান উন্নয়ন ও সুশাসন নিশ্চিতে করনীয়” বিষয়ক অধিপরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৫ মে) ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) মধুপুর এর উদ্যোগে এ সভা হয়। এতে সনাক ও সনাক’র তত্ত্বাবধানে তরুনদের দুর্নীবিরোধী সংগঠন ইয়ুথ এনগেজমেন্ট এন্ড সার্পোট (ইয়েস), এসিজি ও মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্মকর্তাগণ অংশ নেয়।
স্বাস্থ্য বিষয়ক আহবায়ক ড: শামসুল হক এর সভাপতিত্বে দুর্নীতিবিরোধী আন্দোলন ও স্বাস্থ্য সেবাখাতে শুদ্ধাচার চর্চার প্রয়োজনীয়তা ও করণীয় বিষয়ে বক্তব্য রাখেন। এতে আরো বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. সাইদুর রহমান, টিআইবি’র সনাক সদস্য বজলুর রশিদ খান, হাসপাতালের আরএমও ডা. তারিকুল ইসলাম, উপজেলা ফেমিলি
প্লানিং অফিসার আব্দুল মান্নান ও টিআইবির এরিয়া কোঅর্ডিনেটর জিনিয়া গ্লোরিয়া ম্রং।
সভায় টিআইবি’র চলমান প্রকল্পের আওতায় কুড়াগাছা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রের সেবার মান উন্নয়ন ও সুশাসন নিশ্চিতের লক্ষে মধুপুর গঠিত অ্যাকটিভ সিটিজেন গ্রুপ এর উদ্দ্যোগে কমিউনিটি মনিটরিং, স্থানীয় নাগরিক-অভিভাবক বৃন্দের অংশগ্রহনে অনুষ্ঠিত কমিউনিটি অ্যাকসন মিটিং এর আলোচনা ও মতামত ও প্রত্যাশা এবং সনাক এর প্রস্তাবনার আলোকে ৯ টি সুপারিশ মালা প্রনয়ন করা হয়।
মুক্ত আলোচনায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোহাম্মাদ সাইদুর রহমান বলেন, বর্তমানে কুড়াগাছায় নরমাল ডেলিভারির ব্যবস্থা করা হয়েছে। ইউনিয়ন সাব সেন্টারের স্টাফদের উপস্থিতি নিশ্চিতের জন্য ইতিমধ্যে মোবাইল অ্যাপস চালু হয়েছে। যার মাধ্যমে এলাকায় অবস্থান করছে কিনা সে বিষয় ট্রেকিং করা যাবে।
মুক্ত আলোচনা শেষে উপস্থিত সকল সদস্য দুর্নীতি প্রতিরোধে কার্যকর উদ্যোগ গ্রহণের অঙ্গীকার করেন।