নিজস্ব প্রতিনিধিঃ ‘সুখে ভরবে আগামী দিন, পেনশন এখন সর্বজনীন’ এই স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের ভূঞাপুরে সর্বজনীন পেনশন স্কিম অবহিতকরণ ও উদ্বুদ্বকরণে সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ মে) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মানুনুর রশীদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন-স্থানীয় সংসদ সদস্য ছোট মনির, অতিথি ছিলেন-উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহিমা বিনতে আখতার, ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিউদ্দীন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম তোতাসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।