মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৭ পূর্বাহ্ন

মির্জাপুরে সরকারিভাবে কৃষকদের কাছ থেকে সরাসরি ধান চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ মে, ২০২৪
  • ৩৩৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুরে সরকারিভাবে কৃষকদের কাছ থেকে সরাসরি ধান চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সোমবার বেলা ১২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ নুরুল আলম খাদ্য গুদাম চত্বরে এই কার্যক্রমের উদ্বোধন করেন।

এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা মাহামুদা খাতুন, খাদ্য নিয়ন্ত্রক রেবেকা সুলতানা রুবি, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি হারুন অর রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন।

চলতি বছর মির্জাপুরে সরকার নির্ধারিত ৩২ টাকা কেজি দরে ২ হাজার ১০৩ মেট্রিকটন ধান এবং ৪৫ টাকা কেজি দরে ২০ টন চাল কেনা হবে।

উপজেলার একটি পৌরসভা ও ১৪ ইউনিয়নের তালিকাভূক্ত কৃষকদের মধ্য থেকে লটারির মাধ্যমে ধান এবং চুক্তিবদ্ধ মিল মালিকের কাছ থেকে চাল কেনা হবে বলে খাদ্য গুদামের উপপরিদর্শক আবুল হাশেম জানিয়েছেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102