মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০৮:৩৪ পূর্বাহ্ন

শিরোনাম :
টাংগাইলের ৭ আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা মধুপুরে মৌসুমী বৃষ্টির প্রভাবে ধানের ব্যাপক ক্ষতি দুশ্চিন্তায় কৃষক!!! মধুপুরে মাইক্রোবাস চাপায় এক নারী নিহত মধুপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম বাবলু আটক টাংগাইলে কাজ না বুঝে নিয়েই প্রায় ৫ কোটি টাকা অগ্রিম বিল প্রদান আসছে সবুজ খানের প্রথম চলচিত্র “বেহুলা দরদী” মধুপুরে ভয়াবহ ত্রিমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই দু’জন নিহত মধুপুর চাপড়ী বহুমুখী গণ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক ও সুধী সমাবেশ মধুপুরে সেনাবাহিনীকে কটাক্ষ করে বক্তব্য দেয়ার অভিযোগ উপজেলা বিএনপি সভাপতির বিরুদ্ধে মধুপুরে জাতীয়  বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন

ঘাটাইলে সংস্কারের অভাবে সড়কে খানাখন্দে চরম ভোগান্তি

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ২০৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সাঘরদিঘী-সখীপুর সড়কের সাগরদিঘী বাজার অংশে সংস্কারের অভাবে অসংখ্য খানাখন্দের সৃষ্টি হয়েছে। প্রায়ই ঘটছে সড়ক দুর্ঘটনা। প্রতিদিন এই সড়কে সৃষ্ট খানাখন্দে ছোট-বড় যানবাহন আটকে উল্টে যাচ্ছে। এতে যানবাহন চালক ও পথচারীরা চরম ভোগান্তির শিকার হলেও তা দেখার কেউ নেই।

স্থানীয়দের অভিযোগ, বৃষ্টি হলেই সড়কের খানাখন্দে পানি জমে যায়। নিম্নমানের সংস্কারের ফলে বছরের প্রায় বেশিরভাগ সময় সড়কের এই অংশের এমন দশা থাকে। এই সড়ক দিয়ে সখীপুর, মধুপুর, সাগরদিঘী, কুতুবপুর, বড়চওনা ও ঢাকাসহ বিভিন্ন জেলা ও উপজেলার বাস-ট্রাক, কাভার্ডভ্যান, ইজিবাইক, অটোরিকশা, মোটরসাইকেলসহ প্রতিদিন ছোট-বড় কয়েক হাজার যানবাহন চলাচল করে। কয়েক জেলার সংযোগ সড়ক এটি। কৃষিপ্রধান অঞ্চল হওয়ায় এখানকার উৎপাদিত কৃষিপণ্য এই সড়ক দিয়ে পরিবহন করা হয়। সড়কটির সংস্কার না হওয়ায় পথচারীদের পাশাপাশি ভোগান্তিতে পড়েছেন ব্যবসায়ীরাও। সড়কের বেহাল দশার কারণে ব্যবসায়ীরা তাদের পণ্য নির্ধারিত সময়ে শহরাঞ্চলে নিতে পারছেন না। এতে তারা মারাত্মক লোকসানে পড়ছেন। আশপাশের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরাও ভোগান্তির শিকার হচ্ছে।

সরেজমিনে দেখা যায়, সাগরদিঘী বাজার চৌরাস্তা থেকে সখীপুর বাসস্টেশন পর্যন্ত প্রায় ৪০০ মিটার সড়কের বেহাল দশা। দেখা যায়, মালবোঝাই একটি ট্রাক ওই সড়কে আটকে যাওয়ায় অসংখ্য গাড়ির জট লেগেছে। এতে যাত্রীরা ভোগান্তিতে পড়েন।

ওই সড়কে নিয়মিত যাতায়াতকারী ইজিবাইক চালক তালহা মিয়া বলেন, প্রতিদিন এই জায়গায় কয়েকটি ইজিবাইক উল্টে যায়, ট্রাক ফেঁসে যায়। কোনো গাড়ি ফেঁসে গেলে দীর্ঘ সময় গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকতে হয়।

ট্রাকচালক মুকুল মিয়া ক্ষোভ প্রকাশ করে বলেন, এত গুরুত্বপূর্ণ রাস্তা কতদিন হয়ে গেল খারাপ হয়ে আছে, তবু সংশ্লিষ্ট দায়িত্বশীলরা সংস্কার করছেন না।

টাঙ্গাইল সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সিনথিয়া আজমিরী খান বলের, আমাদের চলতি বছরের বাজেট এখনো বরাদ্দ হয়নি। তবে সাগরদিঘীর এই সড়কের খারাপ অবস্থা আমাদের নজরে রয়েছে। আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সড়কটি মাইনর দিয়ে হলেও কাজ শেষ করবো।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102