নিজস্ব প্রতিনিধিঃ প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র নিয়ে দায়িত্বজ্ঞানহীন কথা বলছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। একজন রাষ্ট্রপতি কেন, তাঁর অনেক নিচের স্তরের কারোরই এ ধরনের দায়িত্বজ্ঞানহীন বক্তব্য দেওয়া উচিত নয়। সোমবার (২১ অক্টোবর) রাত ৮টার দিকে টাঙ্গাইলের সখীপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান এসব কথা বলেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আযম খান বলেন, সেনাপ্রধান বলেছেন, শেখ হাসিনা পদত্যাগ করেছেন।

																
								
                                    
									
                                
							
							 
                    






												
												
												
												
												
												
												
												
												
												