মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ০৯:৪৭ অপরাহ্ন

শিরোনাম :
টাংগাইলের ৭ আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা মধুপুরে মৌসুমী বৃষ্টির প্রভাবে ধানের ব্যাপক ক্ষতি দুশ্চিন্তায় কৃষক!!! মধুপুরে মাইক্রোবাস চাপায় এক নারী নিহত মধুপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম বাবলু আটক টাংগাইলে কাজ না বুঝে নিয়েই প্রায় ৫ কোটি টাকা অগ্রিম বিল প্রদান আসছে সবুজ খানের প্রথম চলচিত্র “বেহুলা দরদী” মধুপুরে ভয়াবহ ত্রিমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই দু’জন নিহত মধুপুর চাপড়ী বহুমুখী গণ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক ও সুধী সমাবেশ মধুপুরে সেনাবাহিনীকে কটাক্ষ করে বক্তব্য দেয়ার অভিযোগ উপজেলা বিএনপি সভাপতির বিরুদ্ধে মধুপুরে জাতীয়  বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন

মির্জাপুরের সমন্বয়ক জাকির সিকদার আবার সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ৪৩০ বার পড়া হয়েছে

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক জাকির সিকদারের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকার সোহরাওয়ার্দ্দী হাসপাতালে ভর্তি করা হয়েছে। মির্জাপুরের একটি সে-সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে তার পেইন খিজুনী শুরু হলে ওই রাতেই তাকে জরুরী ভিত্তিতে সোহরাওয়ার্দী পাঠানো হয়।

জাকিরের পারিবারিক সূত্র জানান, গত ১৫ আগস্ট দুপুরে উপজেলা সদরের শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজে ছাত্রলীগের নেতা-কর্মীরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের উপর হামলা চালান। এতে মির্জাপুরের প্রধান সমন্বয়ক ইমন সিদ্দিকী (২৩) ছাড়াও অন্যতম সমন্বয়ক মোজাহিদুল ইসলাম (১৮) ও জাকির সিকদার (১৮) আহত হন। তাঁদের তিনজনকে প্রথমে মির্জাপুরের কুমুদিনী হাসপাতালে পরে গুরুতর অবস্থায় মোজাহিদুল ইসলাম কে ঢাকা ও জাকির সিকদার কে ঘাটাইল সিএমএইচে ভর্তি করা হয়।

মোজাহিদের ঘাড়ে দায়ের কোপে গভীর ক্ষত হয়। জাকির পিটুনীতে মারাত্মকভাবে আহত হন। একই সঙ্গে তাঁর অন্ডকোষে মারাত্মক আঘাত পান। অন্য দুইজন সুস্থ হলেও জাকিরের অন্ডকোষে ব্যথার কারণে স্বাভাবিক চলাফেরা বিঘœ ঘটে। মাঝখানে সুস্থ হলেও গত ৭ সেপ্টেম্বর গভীর রাতে তিনি প্রচন্ড ব্যথা নিয়ে মির্জাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। সেখান থেকে তাঁকে ঢাকা সিএমএইচে ভর্তি করা হয়। তিনি গত ২৯ সেপ্টেম্বর হাসপাতাল থেকে বাসায় আসেন। পুনরায় ব্যথা বাড়ায় তাঁকে ঢাকায় বেসরকারি হাসপাতলে চিকিৎসা দেয়া হয়। সেখান থেকে তাঁকে গত ৯ অক্টোবর পুনরায় মির্জাপুরের বেসরকারি হাসপাতালে আনা হয়। এরপর সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় সোমবার রাতে তাঁর পেইন খিজুনী শুরু হলে রাতেই ঢাকা সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়।

জাকির সিকদার বলেন, ‘ব্যথা শুরু হলে কিছুই সহ্য হয় না। মনে হয় আত্মহত্যা করি।’

মির্জাপুরের বেসরকারি ওই হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. আশিকুর রহমান জানিয়েছিলেন, ‘আঘাতের ফলে জাকিরের অন্ডকোষের কিছু নার্ভ ড্যামেজ হয়েছে। যা সচল হতে উন্নত চিকিৎসা ও সময় লাগবে।

এদিকে জাকির সিকদার ও তার পরিবারের সদস্যরা জানিয়েছেন আহত হওয়ার পর থেকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক মির্জাপুর আসনের সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী ও কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম তার চিকিৎসার বিষয়ে খোঁজ খবর নিয়ে সহযোগিতা করছেন।

এ ব্যাপারে সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জাকির সিকদার অগ্রণী ভূমিকা পালন করতে গিয়ে ছাত্রলীগের সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হয়েছে। শুরু থেকে তার চিকিৎসার ব্যাপারে আমি সহযোগিতা করে যাচ্ছি। ভবিষ্যতেও তার চিকিৎসার ব্যাপারে যা যা করার তা করা হবে বলে তিনি জানিয়েছেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102