মো. জাহাঙ্গীর হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুরে শাহ সিমেন্ট কোম্পানীর শুভ হালখাতা হয়েছে। রোববার উপজেলা সদরের পোষ্টকামুরী বড়বাড়ীতে এ হালখাতার আয়োজন করা হয়। এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
মির্জাপুর উপজেলা শাহ সিমেন্ট কোম্পানীর এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর মো. খাইরুল করিম পাপনের সভাপতিত্বে আলোচনা করেন উপজেলা প্রকৌশলী মো. মনিরুল ইসলাম, শাহ সিমেন্ট কোম্পানীর রেজিওনাল ম্যানেজার রেজাউল করিম, উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবু আহমেদ, প্রেসক্লাবের সভাপতি শামসুল ইসলাম সহিদ, শাহ সিমেন্ট কোম্পানীর কোয়ালিটি ইঞ্জিনিয়ার পারভেজ আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলার বেস্ট সেলার হিসেবে ৫ জন ডিলারকে কোম্পানীর পক্ষ থেকে পুরস্কৃত করা হয়। পুরস্কারপ্রাপ্তরা হলেন, মেসার্স ভাই ভাই এন্টারপ্রাইজের মালিক মো. তারা মিয়া, মেসার্স তহুরা এন্টারপ্রাইজের আয়নাল হক, মেসার্স উজ্জল ট্রেডার্সের আবির হাসান উজ্জল, মেসার্স শোয়েব এন্টারপ্রাইজের শহিদুল আলম শোয়েব ও মেসার্স বিপ্লব এন্টারপ্রাইজের মালিক মো. গফুর মিয়া।