নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের মধুপুর পৌর এলাকার রায়পাড়ায় গত শনিবার রাত ৮টার দিকে নেশার ওষুধ বিক্রি না করার ঘটনাকে কেন্দ্র করে সোহাগ ফার্মেসি নামের একটি ওষুধের দোকানে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করেছে দুষ্কৃতকারীরা। এ ঘটনায় গুরুতর আহত ফার্মেসির মালিক ফজলুল হককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, অজ্ঞাতনামা দুই ব্যক্তি চেতনানাশক-নেশার ওষুধ কেনার জন্য ওই ফার্মেসিতে আসেন। ফার্মেসির মালিক মো: ফজলুল হক (৫২) তখন ব্যবস্থাপত্র ছাড়া এ ধরনের ওষুধ দেয়া যাবে না বলে জানান। এতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন ওই দুই ব্যক্তি। তখন তাদের সাথে মাহফুজ, সোহাগ, জুয়েল, সুলতান, নাদিমসহ ১০-১৫ জন দেশীয় অস্ত্র নিয়ে ওই ওষুধের দোকানে এসে অতর্কিতে হামলা চালায়। তারা দোকানের আসবাবপত্র ভাঙচুর, ফার্মেসির মালিক ফজলুল হককে মারধর করে এবং দোকানের ক্যাশবাক্স থেকে নগদ এক লাখ ৫০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। হামলাকারী মাহফুজ, সোহাগ, জুয়েল, সুলতান, নাদিম পৌর শহরের সান্দার পাড়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবিথতে তাৎক্ষণিক বিক্ষোভ সমাবেশ করেন মধুপুর শিল্প ও বণিক সমিতিসহ সব ব্যবসাপ্রতিষ্ঠান মালিকরা। সেই সাথে মধুপুর উপজেলা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি গতকাল রোববার সারা দিন উপজেলার সব ওষুধের দোকান বন্ধ রাখার ঘোষণা দেয়।
মধুপুর থানার ওসি এমরানুল কবির বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে মধুপুর থানা পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মামলার প্রক্রিয়া চলছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।