মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৩:৩২ অপরাহ্ন

মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ৬

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ১৫৪ বার পড়া হয়েছে
ফাইল ছবি

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়া আলুর ট্রাককে অপর ট্রাকের ধাক্কায় ইলিয়াস নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় গোড়াই হাইওয়ে থানার ওসিসহ ৪ পুলিশ সদস্য এবং দুই ট্রাক শ্রমিক আহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর বাইপাস এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ওই শ্রমিক রংপুরের বদরগঞ্জ উপজেলার গুলজার মিয়ার ছেলে বলে জানা গেছে। এ ছাড়া আহতরা হলেন- গোড়াই হাইওয়ে থানার ওসি মাসুদ খান, সার্জেন্ট খাইরুল ইসলাম, কনস্টেবল রাশেদুল ও হারুন, ট্রাক শ্রমিক আল আমিন ও তুষার। জানা গেছে, রংপুর থেকে ঢাকাগামী আলুভর্তি একটি ট্রাক ঘটনাস্থলে এলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে আন্ডারপাসের উপর দিয়ে যান চলাচল বিঘ্নিত হয়। খবর পেয়ে গোড়াই হাইওয়ে থানার ওসি মাসুদ খান ঘটনাস্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক করার সময় পেছন দিক থেকে আরেকটি ট্রাক দুর্ঘটনাকবলিত ট্রাককে ধাক্কা দেয়। ওসিসহ সাতজন গুরুতর আহত হলে তাদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিলে ইলিয়াছকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

মির্জাপুর হাইওয়ে থানার এসআই সিরাজুল ইসলাম বলেন, এ ঘটনায় চালক ও হেল্পার পলাতক রয়েছে। ট্রাক হাইওয়ে থানা হেফাজতে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102