টাঙ্গাইলে গরু ডাকাতি মামলায় তিন ডাকাতকে পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। টাঙ্গাইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম মাহবুব খান সোমবার (২৮ এপ্রিল) এ রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড মঞ্জুরের পর অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের জন্য সদর থানায় হেফাজতে নেওয়া হয়েছে।
ডাকাতরা হলেন- বগুড়ার শিবপুর উপজেলার পশ্চিমপাড়া গ্রামের মৃত দিলবার হোসেনের ছেলে নুর আলম (৩৭), বগুড়ার শেরপুর উপজেলার জামুর মধ্যপাড়া গ্রামের ছালামের ছেলে ইমরান হোসেন (৩০) ও একই গ্রামের আমজাদ আলীর ছেলে রানা মাহমুদ (৫০)।








