মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ১১:৩২ অপরাহ্ন

ঘাটাইলে এক ডগায় ২০টি লাউ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ৩০৯ বার পড়া হয়েছে

এক ডগায় এক লাউ, এটাই স্বাভাবিক। এক ডগায় দুই তিনটি লাউ ধরলেও অনেকের কাছে স্বাভাবিক মনে হবে। কিন্তু এক ডগায় ২০টি লাউ, এটা কী অবিশ্বাস্য নয়? অবিশ্বাস্য মনে হলেও এ ঘটনা ঘটেছে টাঙ্গাইলের ঘাটাইলে।

উপজেলার দিঘলকান্দি ইউনিয়নের কালিয়া গ্রামের শাহানুর খান ও রেনু বেগম দম্পতির বাড়ির লাউ গাছের এক ডগায় ধরেছে ২০টি লাও। এতে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ দৃশ্য দেখতে ওই বাড়িতে ভিড় জমাচ্ছেন অনেকে।

শাহানুর-রেনু দম্পতি বলেন, সবজির চাহিদা মোটানোর জন্য তারা বাড়িতে কয়েকটি লাউ গাছ লাগান।এরইমধ্যে গাছগুলোতে অনেকগুলো লাউ স্বাভাবিক ভাবেই ধরেছে। লাউগুলো তারা খেয়েছেন ও বিক্রি করেছেন। এরই মধ্যে একটি লাউয়ের গাছে হঠাৎ একটি গিঁট (গাছের শাখার সংযোগ স্থল) থেকে অসংখ্য লাউয়ের ফুল বের হতে থাকে এবং কচি লাউ আসা শুরু করে। ওই ডগা বা গিটে এক এক করে ২০টি লাউ ধরেছে যা দেখতে একটি থোকার মতো মনে হয়।

প্রতিবেশী বাবর আলী খান বলেন, লাউ গাছের একটি ডগায় একসঙ্গে এতগুলো লাউ ধরার দৃশ্য কোনোদিন দেখিনি। জীবনের এই প্রথম একটি ডগায় ২০টি লাউ ধরা দেখলাম।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা দিলশাদ জাহান বলেন, এক ডগায় অসংখ্য লাউ ধরা অস্বাভাবিক কোনো ঘটনা নয়। জেনেটিক্যালসহ নানা কারণে এ রকম ঘটনা ঘটতে পারে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102