মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৮:৪১ পূর্বাহ্ন

মির্জাপুরে দক্ষতা উন্নয়নে মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৭ মে, ২০২৫
  • ১৭৭ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মির্জাপুরে গ্রাম পুলিশ সদস্যদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ শুরু হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রশিক্ষণ কার্যক্রমের ভার্চুয়াল উদ্বোধন করেন জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের (এনআইএলজি) মহাপরিচালক (গ্রেড-১) মো. আব্দুল কাইয়ুম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টাঙ্গাইলের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. শিহাব রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন এনআইএলজির গবেষণা ও পরিকল্পনা বিভাগের যুগ্মপরিচালক মোহাম্মদ আবু নাসের বেগ, মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম আরিফুল ইসলাম, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাশেদুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন সিদ্দিকা, ভাতগ্রাম ইউপি চেয়ারম্যান আজহারুল ইসলাম, গোড়াই ইউপি চেয়ারম্যান মো. কামরুজ্জামান এবং লতিফপুর ইউপি চেয়ারম্যান আলী হোসেন রনি প্রমুখ।

উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মো. জুবদিল খান জানান, এনআইএলজির তত্ত্বাবধানে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত এই প্রশিক্ষণে উপজেলার ১৪টি ইউনিয়ন থেকে বাছাই করা ৪০ জন গ্রাম পুলিশ সদস্য অংশ নিচ্ছেন।

এই প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে গ্রাম পুলিশদের পেশাগত জ্ঞান ও সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি স্থানীয় আইন-শৃঙ্খলা রক্ষায় তাদের ভূমিকা আরও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102