টাঙ্গাইলে মধুপুরে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী কর্ণেল আজাদের পক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসন থেকে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী লেফট্যানেন্ট কর্ণেল(অব:) আসাদুল ইসলাম আজাদ দুই উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে দরিদ্র, পথচারী, নারী, শিশু ও সাধারণ জনগণের মাঝে খাবার বিতরণ করেন। এ ছাড়াও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে বেলা ৩ ঘটিকায় উপজেলার মীর্জাবাড়ী বাজারে তার রাজনৈতিক কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মধুপুর উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী লেফটেন্যান্ট কর্নেল (অব:) আসাদুল ইসলাম আজাদ। এ সময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, মধুপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম মাসুদ, উপজেলা বিএনপি’র মৎস্য বিষয় সম্পাদক মো: নুরুল আলম মেম্বার, পৌর বিএনপি’র ২ নং ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান, সাবেক যুবদল নেতা মো: মিনহাজ হোসেন ও উপজেলা ছাত্রদলের সাবেক নেতা মোজাম্মেল হোসাইন প্রমূখ।
আলোচনা সভা শেষে শহীদ জিয়াউর রহমানের স্মরণে দোয়া অনুষ্ঠিত হয়।
মধুপুর-ধনবাড়ী এ দুই উপজেলার ভাইগাট বাজার, মধুপুর বাসস্ট্যান্ড আনারস চত্বর, বোয়ালী বটতলা,সাথী সিনেমার মোড়, চারালজানি ও মীর্জাবাড়ী বাজারে প্রায় তিন হাজার দুস্থদের মধ্যে এ খাবার বিতরণ করা হয়েছে।